.

পানীয় জলের তীব্র সঙ্কটে ইসিএলের সিন্দুলি খনি অঞ্চলের মানুষের দিশেহারা অবস্থা। স্থানীয় মানুষের ব্যবহৃত পুকুর থেকে কুয়ো সর্বত্র জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে। এমনকি টাইম কলেও প্রয়োজনীয় জল সময় মতো আসছে না। স্থানীয় মানুষের একমাত্র ভরসা ছিল প্রায় ৪০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পাঁচ নং খোলামুখ খনির গর্ভে জমা জল। প্রায় পাঁচশ ফুট গভীর এই খনি গর্ভেও দ্রুত জলস্তর নেমে যাচ্ছে বলে জানা গেছে। ফলে পানীয় জল সংগ্রহ করতে স্থানীয় মানুষজনের রীতিমত কালঘাম ছুটছে। স্থানীয় মানুষের অভিযোগ, সব দেখেও ইসিএল কর্তৃপক্ষ উদাসীন। ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় পানীয় জলের সঙ্কটে ভুগছে অন্ডালের গোটা সিন্দুলি এলাকা। স্থানীয় মানুষ এখন বর্ষার বৃষ্টির আশায় দিন গুণছেন।


Like Us On Facebook