স্কুলের লাগাম ছাড়া ফি বৃদ্ধি, ঘন ঘন স্কুল ড্রেস পরিবর্তন সহ একগুচ্ছ দাবি নিয়ে দুর্গাপুর পাবলিক স্কুলের অভিভাবকরা গত ১৭ মার্চ বিধাননগরের রাস্তা অবরোধ করার পর কোন সমাধান সুত্র না মেলায় মঙ্গলবার দুর্গাপুর পাবলিক স্কুলের অভিভাবকরা মহকুমাশাসকের হস্তক্ষেপ চাইলেন। মঙ্গলবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে অভিভাবকরা স্কুলের বিস্তারিত বিবরণ দিয়ে বারবার স্কুলের লাগাম ছাড়া ফি বৃদ্ধি সহ ঘনঘন স্কুল ড্রেস পরিবর্তনে তাদের আর্থিক অসুবিধার কথা বোঝান। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিষয়টি দেখার আশ্বাস দেন বলে জানা গেছে।
Like Us On Facebook