দীর্ঘদিনের দাবি মেনে আসনবৃদ্ধি হল বর্ধমান হাসপাতালের জিএনএম নার্সিং স্কুলের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নবান্ন থেকে অনলাইনে আজ, বুধবার আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন। এতদিন পর্যন্ত এই কোর্সে মোট ৫০ টি আসন ছিল। সেই আসন সংখ্যা আরও ৫০ টি বাড়িয়ে মোট ১০০ টি করা হল।স্বভাবতই আসনবৃদ্ধির ফলে নার্সিং কোর্সে একাধারে যেমন নতুন করে আরও ছাত্রীরা সুযোগ পাবে ঠিক তেমনিই তাদেরকে কাজে লাগিয়ে হাসপাতালের পরিষেবাও আরও ভালো হবে বলে আাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিন নার্সিং স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক, অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য) রত্নেশ্বর রায়, বর্ধমান হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা সহ অনান্যরা।
Like Us On Facebook