প্রায় দু’মাস বন্ধ থাকার পর সোমবার ২৫ মে থেকে ফের শুরু হচ্ছে দেশের মধ্যে বিমান পরিষেবা। লকডাউনের কারণে অসামরিক বিমান মন্ত্রকের নির্দেশিকা মেনেই চালু হবে বিমান পরিষেবা। সোমবার থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও শুরু হচ্ছে ঘরোয়া বিমান পরিষেবা। বিমান মন্ত্রক স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচলের অনুমতি দেওয়ায় সোমবার থেকেই চেন্নাই-দুর্গাপুর, দুর্গাপুর-চেন্নাই, মুম্বাই-দুর্গাপুর ও দুর্গাপুর-মুম্বাই রুটে স্পাইস জেট দৈনন্দিন বিমান পরিষেবা চালু করছে অন্ডাল বিমানবন্দর থেকে।
করোনা আবহে বিমান পরিষেবা চালু হওয়ায় সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়মকানুন সহ আরও কিছু নির্দেশিকা মেনেই যাত্রীরা বিমানে যাত্রা করতে পারবেন। বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে যাত্রীদের বিমান বন্দরে পৌঁছাতে হবে, আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে অ্যাক্টিভেট করতে হবে এবং অতি অবশ্যই যাত্রীদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। জানা গেছে, সোমবার অন্ডাল বিমানবন্দর থেকে স্পাইস জেট বিমান পরিষেবা শুরু করছে। চেন্নাই থেকে দুর্গাপুর আসার স্পাইস জেট বিমান চেন্নাই ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে। দুর্গাপুরে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ৩০মিনিটে। দুর্গাপুর থেকে চেন্নাই যাবার জন্য বিমান পরিষেবা পাওয়া যাবে রাত ৮টায়। আবার মুম্বাই থেকে দুর্গাপুর আসার বিমান ছাড়বে সকাল ১১টা ৪৫মিনিটে এবং দুর্গাপুর পৌঁছাবে দুপুর ২টো ৪৫ মিনিটে। দুর্গাপুর থেকে মুম্বাই যাওয়ার বিমান ছাড়বে বিকেল ৩টে ১০ মিনিটে এবং মুম্বাই পৌঁছাবে বিকেল ৪টে ৪৫ মিনিটে। সোমবার থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা শুরু হওয়া প্রসঙ্গে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক অন্ডাল বিমানবন্দর থেকে বিমান পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে। সোমবার থেকে সরকারি স্বাস্থ্য বিধি মেনেই বিমান পরিষেবা চালু হচ্ছে। বিমানবন্দর সহ বিমানের ভিতরেও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মেনে বিমান পরিষেবা শুরু হবে এবং যাত্রীদের অতি অবশ্যই যাবতীয় নির্দেশিকা মেনে পরিষেবা নিতে হবে।’