বুধবার বর্ধমান শহরে পূর্ব রেলওয়ে কন্ট্রাক্টটার্স লেবার ইউনিয়নের উদ্যোগে রক্তদান শিবিরে আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন বক্তব্য রাখতে গিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়ে যান নেতা-নেত্রীদের উদ্দেশ্যে। তিনি বলেন, আইএনটিটিইউসির স্লোগান –  শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও। সিপিএম আমলের শেষ ৫ বছরে ৫৬ হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র ধর্মঘট, অবরোধ, চাক্কা জ্যামের আন্দোলনের জেরে। তিনি বলেন, কাজ বন্ধ রেখে কোনোরকম দাবি আদায় চলবে না। বিল, কুপন ছাপিয়ে চাঁদা তোলা একদমই যাবে না। তিনি বলেন, একটি কারখানায় একটিই ট্রেড ইউনিয়ন থাকবে। এরপরই দোলা সেন বিজেপির প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ২০১৬ সালের নির্বাচনের আগে যেমন গেল গেল রব উঠেছিল তেমনই আবার গেল গেল রব উঠেছে। মনে হচ্ছে মোদী, অমিত, দিলীপবাবুদের কেউ কেউ ২০২১ এর আগেই ঘাড় ধরে মমতা ব্যানার্জ্জীকে সরিয়ে মুখ্যমন্ত্রী হবেন। ওরা মূর্খের স্বর্গে বাস করছেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নকশালবাড়ির মাহালি দম্পতিকে কিডন্যাপ করার অভিযোগ সম্পর্কে দোলা সেন বলেন, ছুঁচো মেরে হাত গন্ধ করে না তৃণমূল। এটা তাঁদের সংস্কৃতিও নয়। এরই পাশাপাশি মঙ্গলবার বর্ধমানে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়র বক্তব্য সম্পর্কে দোলা সেন জানিয়েছেন, ওদের আরও জেলখানা বাড়াতে হবে। আর তৃণমূলের সবাইকে জেলে ঢুকিয়ে দিলেও মমতা বন্দোপাধ্যাই বিপুল ভোটে জয়ী হবেন। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরের আয়োজক ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু জানিয়েছেন, চলতি মরশুমে রক্তের ব‌্যাপক আকাল দেখা দিয়েছে। রক্তের যোগান অক্ষুণ্ণ রাখতে তাই তাঁরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন।

Like Us On Facebook