বর্ধমানের কাঞ্চননগর কঙ্কালেশ্বরী মাঠে কাঞ্চন উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হল এক ডগ শো। মোট ৫২ টি বিভিন্ন প্রজাতির কুকুর অংশ নেয় এই ডগ শোতে। রটওয়েলার, পমেরানিয়ান, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান, বিগল থেকে পাগ বিভিন্ন কেরামতিতে ওস্তাদ এইসব প্রজাতির কুকুরদের দেখতে ভিড় জমান সাধারণ মানুষ থেকে পশুপ্রেমীরা।

কাঞ্চন উৎসব উপলক্ষে শুরু হওয়া এই ডগ শো এবছর তৃতীয় বর্ষে পড়ল। বয়স ও প্রজাতি অনুয়ায়ী এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃতও করা হয়। সাধারণ মানুষদের মধ্য পশু প্রেম জাগিয়ে তোলার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন উৎসব কমিটির প্রধান উদ্যোক্তা খোকন দাস।



Like Us On Facebook