যুবকের পেট থেকে বের হল দু কেজি সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিসের ডেলা। শল্য চিকিৎসায় বড়সড় সাফল্য পেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। টানা তিন ঘন্টার চেষ্টায় যুবকের পেট থেকে বের করা হল সেই সিমেন্ট ও প্যারিসের ড্যালা। যুবকের নাম বিমল পাল। বাড়ি ঝাড়খন্ডের পাকুড় জেলার বাবুদাহে।
পরিবার সূত্রে জানা গেছে, ইদানীং বিমল ফোনে ফেসবুক ও হোয়াটাঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকত। সেই নিয়ে বাবা বকাবকি করায় অভিমানে বিমল বাবার মূর্তি বানানোর কাজের জন্য রাখা সিমেন্ট ও প্যারিস গুলে খেয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শনিবার রাতে প্রথমে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তাররা বর্ধমান হাসপাতালে রেফার করেন। বৃহস্পতিবার তার অপরেশন হয়। প্রায় ২ কেজি ওজনের সিমেন্টের ড্যালা বের করা হয় পেটের ভেতর থেকে। ডা. স্নেহাংশু পানের নেতৃত্বে প্রায় ১০ জনের ডাক্তারদের একটি টিম এই অপারেশন করেন। রোগীর অবস্থা এখন স্থিতিশীল।