রাজ্য জুড়ে চিকিৎসকদের গণইস্তফার ঢেউয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেরও ৬১ জন চিকিৎসক তাঁদের ইস্তফাপত্র জমা দিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষা সুহৃতা পালের কাছে। শুক্রবার থেকেই এই ইস্তফাপত্র দেবার তোড়জোড় শুরু হয়েছিল। শনিবার পর্যন্ত মোট ৬১ জন চিকিৎসক গণইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন।
অন্যদিকে, গত ৪ দিনের মতই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পঞ্চম দিনেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে থাকল। কোনরকম উন্নতি বা অবনতি চোখে পড়েনি। তবে এদিন রোগীদের আসার সংখ্যা অনেক কমেছে। যদিও পূর্ব ঘোষণা অনুযায়ী জরুরি বিভাগ সংশ্লিষ্ট ঘরে আউটডোরের পুরনো রোগীদের চিকিৎসা, অপারেশন সবই হয়েছে। এমনকি শুক্রবার থেকেই ধর্ণামঞ্চে নিজেদের দাবি দাওয়া নিয়ে বসে থাকলেও চিকিৎসকের মানবিক ধর্ম ভুলতে পারেননি জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতির পঞ্চম দিনেও ধর্ণামঞ্চ থেকেই বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার রোগীদের চিকিৎসা করেছেন। প্রেসক্রিপশন লিখেছেন। হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, সিনিয়র চিকিৎসক, ফ্যাকাল্টি সদস্য এবং জুনিয়র ডাক্তাররা হাসপাতালের জরুরি বিভাগকে চালু রাখার ব্যাপারে সবরকমের সহযোগিতা করছেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?