বুধবার বিকেলে বর্ধমান থানার বাবুরবাগের বাসিন্দা স্বামী ও স্ত্রী একসঙ্গে বিষ খাওয়ার ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, বাবুরবাগ এলাকার বাসিন্দা তথা বর্ধমান রাজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাকেশ খটিকের দাদা রতন খটিক ও বৌদি রীতা খটিক একসঙ্গে বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীদের অবস্থা খারাপ। আর এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রাকেশ সহ কয়েকজন জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হয়। উত্তেজনা ছড়ায়। নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। ক্যাম্প থেকে পুলিশ গেলে তাঁদের সাথেও মারামারি হয়। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। থানা থেকে পুলিশ গিয়ে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ রাকেশকে গ্রেফতার করেছে। আহত নিরাপত্তারক্ষী দিলীপ রাউত। আহত হন কনস্টেবল সুমন্ত পাঠক ও ভোলানাথ দলুই। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল লাগোয়া শ্যামসায়রের কাছে রাকেশের বাবার ফলের দোকান। গণ্ডগোলের সময় সেখান থেকেই অনেকে এসেছিল বলে অভিযোগ।