বিশ্বাসঘাতকদের জন্য লড়াই থামবে না। নীচুতলার মানুষ জোট বেঁধেছে তারাই ঠিক করবে কার পক্ষে থাকবে। বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে এসে নাম না করে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালকে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। একটি ওয়ার্ডে এসইউসিআইকে বামফ্রন্ট সমর্থন করার পর জিতে যদি ফের বিশ্বনাথের পথই অনুসরণ করে এসইউসিআই প্রার্থী সাংবাদিকদের সেই প্রশ্নে সূর্যবাবু বলেন মানুষ ঠিক চিনে নেবে, কাদের পক্ষে যাবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক দাবি করেন আমরা কখনও কখনও ভিন্ন মত পোষণ করি। পার্টির অন্দরে সে সব নিয়ে কর্মীদের মধ্যে বির্তক হয়। কিন্তু সংখ্যা গরিষ্ঠের সিদ্ধান্তই শেষ পর্যন্ত সকলেই মেনে নেয়। একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রীর কথায় এই সব হয় না। এই গণতন্ত্র কেবল আমাদের পার্টিতেই রয়েছে। দুর্গাপুরে বৃহস্পতিবার বামফ্রন্টের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এই দাবি করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। তিনি দাবি করে বলেন সিপিআইএমই একমাত্র দল যেখানে গণতন্ত্র রয়েছে। এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক উন্নয়নের প্রশ্নে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকে এক হাত নেন। দেশে খাদ্য শস্য জিনিষপত্রের দাম অগ্নিমূল্য অথচ মুখ্যমন্ত্রী চুপ। বিজেপি-তণমূলের মধ্যে আঁতাতের অভিযোগ করে এদিন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক নায়কতন্ত্রের বিরুদ্ধে সরব হন। রান্নার গ্যাসের দাম থেকে ব্যাঙ্কের সুদ কমে যাচ্ছে অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে লোকদেখানি সরব হচ্ছেন। সূর্যবাবু বলেন, সংখ্যালঘুরা ভাবছেন তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে বিজেপির কাছে যাবেন কিন্তু গোবরের এপিঠ ওপিঠ হল তৃণমূল ও বিজেপি। স্বাভাবিক ভাবেই সিপিআইএম হল একমাত্র গণতান্ত্রিক দল যে মানুষের উন্নয়নে কাজ করে এসেছে গত ৩৪ বছর। এদিনের নির্বাচনী সভায় দলীয় প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমা পড়া নিয়েও সরব হন সিপিআইএমের রাজ্য সম্পাদক।

Like Us On Facebook