বর্ধমানে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনা ঘটনার তদন্তের নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। সোমবার সিএমওএইচকে তদন্তের নির্দেশ দেন তিনি। রোগী মৃত্যুতে গাফিলতি ছিল কিনা? খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নার্সিংহোমগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে অভিযানে নামবে প্রশাসন বলেও তিনি জানান। অন্যদিকে নার্সিংহোম ভাঙচুরও কোনমতেই সমর্থনযোগ্য নয় বলেও জানান জেলাশাসক। সোমবারই নার্সিংহোমে ভাঙচুরের ঘটনার বর্ধমান থানা গ্রেফতার করে পাঁচজনকে। সোমবার তাঁদের বর্ধমান আদালতে তোলা হয়।

উল্লেখ্য, চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায়। জিটিরোড অবরোধ, নার্সিংহোম ভাঙচুর, পুলিশের লাঠিচার্জকে ঘিরে সকাল থেকে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মৃত যুবকের নাম সুমিত কুমার ঠাকুর (২৮)। বাড়ি বর্ধমান শহরের দিঘীরপুল এলাকার পাশিখানায়।

Like Us On Facebook