.

প্রথা মেনে দোলের পরের দিন অর্থাৎ শুক্রবার বর্ধমানে পালিত হল দোল উৎসব। বর্ধমান মহারাজার আমল থেকেই এই প্রথা চলে আসছে। তবে এবারের দোল উৎসব একটু অন্য মাত্রা পেল। সামনে নির্বাচন আর পূর্ব বর্ধমান জেলার নির্বাচনের ম্যাসকট ‘ভোট্টু’। সেই ভোট্টুকে রঙ মাখিয়ে হোলি উৎসবের সূচনা করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমান প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় এই হোলি উৎসবের। সুন্দর করে সাজানো হয় গোটা এলাকা। ভোট্টু মাসকটের দুটি মডেল তৈরি করা হয়। তাদের মুখে প্রথম আবির মাখালেন জেলাশাসক। এছাড়াও ভোট্টুর মুখোশ তৈরি করে সবাইকে বিতরণ করা হয়। শুধু প্রশাসনিক কর্তাব্যক্তিরাই নয় সাধারণ মানুষও প্রশাসনিক ভবনের সামনে নির্বাচনের আগে এই হোলি উৎসবের মাতলেন। সকলকে করা হয় মিষ্টি মুখ।

Like Us On Facebook