পূর্ব বর্ধমান জেলাকে চোলাই মুক্ত করতে উদ্যোগী হল প্রশাসন। জেলায় চোলাইয়ের কারবার বন্ধ করতে এবং আশেপাশের জেলা বা ভিন রাজ্য থেকে যাতে চোলাই না ঢোকে তার নজরদারি সহ প্রয়োজনে চোলাই কারবারিদের জন্য বিকল্প জীবিকার ব্যবস্থা করা নিয়ে বুধবার হল বিশেষ বৈঠক। জানা গেছে, পুলিশ, প্রশাসন ও আবগারী দফতর সমন্বয় রেখে জোরদার অভিযান চালাবে চোলাইয়ের বিরুদ্ধে।

জেলা জুড়ে চলা চোলাই কারবার বন্ধ করার করার লক্ষ্যে বুধবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল জেলাশাসকের কনফারেন্স রুমে। চোলাইয়ের বিরুদ্ধে জেলা জুড়ে চলা বিভিন্ন অভিযান ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে।উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আবগারী দফতরের আধিকারিকরা।

Like Us On Facebook