মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্ধমান শহরের বুক চিড়ে যাওয়া জিটি রোড সম্প্রসারণ এবং বর্ধমানের সৌন্দর্য্যায়নের কাজ করতে গিয়ে কাটা হয়েছিল প্রকাণ্ড প্রায় ৪০০ গাছ। যা নিয়ে রাস্তা অবরোধ, বিক্ষোভ, সমালোচনাও শুরু হয়েছিল শহর জুড়ে। পরিবেশ প্রেমীরাও রীতিমত সোচ্চার হয়ে উঠেছিলেন এই বৃক্ষ নিধন পর্ব নিয়ে। সরকারী নিয়মানুযায়ী একটি গাছ কাটলে তার বিনিময়ে আরও ৫টি গাছ লাগানোর কথা নিয়েও শুরু হয়েছিল চর্চা। আর বিতর্কে জল ঢেলে দিয়ে শুক্রবার সকালে জিটি রোড বরাবর রাস্তার দুপাশে পূর্ত দপ্তরের জায়গায় গাছ লাগানোর সূচনা করলেন বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন উল্লাস বাসস্ট্যাণ্ডে তিনি ৫০ টি গাছ লাগিয়ে এই প্রকল্পের সূচনা করেছেন। জেলাশাসক জানান, জিটিরোড সম্প্রসারণের জন্য প্রায় ৪০০-র বেশি গাছ কাটা হতে পারে। তার পরিবর্তে তাঁরা প্রায় ২০০০-এর বেশি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। এদিন এই কর্মসূচীতে অংশ নেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রত্নেশ্বর রায়, সদর উত্তর মহকুমা শাসক মুফতি সামিম সওকত প্রমুখরা।
Like Us On Facebook