.
বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে যে কোন ধরণের সভা বা জমায়েত বন্ধ করতে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন জেলাশাসক বিজয় ভারতী। এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কার্জনগেট চত্বরে জমায়েত হলে যান চলাচল এবং শহরবাসীর অসুবিধার কথা এদিনের সভায় জেলাশাসক বিভিন্ন দলের প্রতিনিধিদের সবিস্তারে জানান। এই প্রস্তাবে শাসকদলের সায় থাকলেও বিরোধী দলগুলি এই প্রস্তাবে রাজি হয়নি বলে জানা গেছে। জেলাশাসক জানান, শহরের ব্যস্ততম কার্জনগেট চত্বরে সভা বন্ধ করে বিকল্প কোন ফাঁকা জায়গায় সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। রাজনৈতিক দলগুলি তাঁদের মতামাত জানিয়েছেন। সবদিক খতিয়ে দেখে এই ব্যাপারে প্রশাসনিক সিদ্ধান্তের কথা সব পক্ষকে জানিয়ে দেওয়া হবে।