বুধবার বিকেলে বর্ধমানের পালসিট বাস স্ট‌্যাণ্ড এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হওয়া এখনও পর্যন্ত ৫টি পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হল জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এই আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর ও মেমারির তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসকও।

উল্লেখ্য, বুধবার বিকেলে পালসিট বাস স্ট্যাণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে বাস স্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকা ১২ জনকে। তাঁদের মধ‌্যে মারা যান শুভম বৈরাগ্য (১৭), অনিমেষ রায় (২২), রূপম সরকার (১৬), বিকাশ শর্মা এবং শান্তি কোঁড়া (৪৮)। এদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি বড়শুল এলাকায়। বিকাশ শর্মার বাড়ি পালসিট এবং শান্তি কোঁড়ার বাড়ি হুগলির ধনিয়াখালি এলাকায়। এই ঘটনায় বাকি আহতদের মধ্যে এখনও কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

Like Us On Facebook