.

তামাক জাতীয় দ্রব্য সেবন করাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা থেকে ধারালো অস্ত্রের কোপ। ধারালো অস্ত্রের কোপে জখম চয়ন মিদ্দা নামে এক ব্যক্তি। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগে শঙ্কর দাস নামে এক যুবককে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। রায়না থানার উদগাড়া খোটেল বাজার এলাকার ঘটনা। ধৃতের বাড়ি নদীয়া জেলার নারায়ণপুর এলাকায়। জখম ব্যাক্তির অভিযোগ, ‘ মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ খোটেল বাজার এলাকায় তামাক জাতীয় দ্রব্য কেনার জন্য গেলে আচমকা তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করে অভিযুক্ত শঙ্কর দাস। ঘটনার তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।

Like Us On Facebook