.
করোনা মোকাবিলায় পূর্ব বর্ধমান জেলা পরিষদে বসতে চলেছে স্যানিটাইজার টানেল। মঙ্গলবার জেলা পরিষদের বিশেষ বৈঠকে এই টানেল বসানোর সিদ্ধান্ত হয়েছে। সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, জেলাপরিষদ হল জেলার প্রধান কার্যালয়। জেলার বহু মানুষ বিভিন্ন কাজ নিয়ে সভাধিপতি থেকে কর্মাধ্যক্ষদের কাছে আসেন। বহু মানুষের সমাগমে হলেও জেলাপরিষদ যাতে জীবাণুমুক্ত থাকে, তার জন্য জেলাপরিষদের প্রবেশপথেই বসছে স্যানিটাইজার টানেল। আগত সকলকেই এই টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে বলে জানান সভাধিপতি শম্পা ধাড়া।
Like Us On Facebook