দুর্গাপুরের বেনাচিতি ভারতীয় হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষককে মিড-ডে মিলে কারচুপি করার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল। দুর্গাপুর নগর নিগমের কমিশনার সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতির অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন। তদন্তে মিড-ডে মিলের বিভিন্ন সামগ্রীর ক্ষেত্রে বেশ কিছু গরমিল পাওয়া যায় বলে জানা গেছে। এরপর স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। বুধবার রাতে প্রধান শিক্ষক ধর্মেন্দ্র প্রসাদ সাউকে দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় চ্ঞ্চল্য ছড়ায়।
Like Us On Facebook