.

বুধবার পূর্ব বর্ধমান জেলায় এলেন রাজ্য সরকারের গ্রিভান্স সেলের আধিকারিক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বর্ধমানে এসে তিনি জেলাশাসক বিজয় ভারতীর সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি রায়না-১ ব্লক পরিদর্শন করেন। জেলা গ্রিভান্স সেলে এখনও পর্যন্ত যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার নিষ্পতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এদিনের এই বৈঠকে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জীও উপস্থিত ছিলেন। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, জেলায় এখনও পর্যন্ত মোট ৩০ টি এই ধরণের অভিযোগ জমা পড়েছে। যার অধিকাংশটাই রাস্তা ও জমি সংক্রান্ত। তবে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ এখনও জমা পড়েনি বা এই সংক্রান্ত কোন এফআইআরও হয়নি। তবে জেলা প্রশাসন সর্বদা সজাগ আছে দূর্নীতির সঙ্গে কোন আপস করা হবে না।

Like Us On Facebook