গত বৃহস্পতিবার মেদিনীপুরে বিজেপির রথযাত্রার সমর্থনে একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে যাওয়ার পথে বর্ধমানের জামালপুরের আঝাপুরে একটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দীকে দেখতে শনিবার বর্ধমানে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন আহত সন্দীপ নন্দীকে দেখতে একটি বেসরকারি নার্সিংহোমে আসেন দিলীপবাবু। তিনি সন্দীপ নন্দীর দ্রুত আরোগ্য কামনাও করেন। খোঁজখবর নেন তাঁর চিকিৎসার বিষয়েও।
সন্দীপ নন্দীর সঙ্গে দেখা করার পর বর্ধমানে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন দিলীপবাবু। কলকাতার মেয়র নির্বাচন নিয়ে দিলীপবাবু বলেন, তৃণমূল বলেছে, তারা কাজের লোক চান। কিন্তু বিজেপির প্রার্থী মীনাদেবীর থেকে বেশি কাজের লোক কেউ নেই। তিনি ডেপুটি মেয়র, ৫ বার কাউন্সিলর হিসাবে নির্বাচিতও হয়েছেন। দিলীপবাবু জানিয়ে যান, মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাঁরা সকলের কাছে আবেদনও রেখেছেন। এদিনও তিনি অভিযোগ করেন, গোটা রাজ্যে তৃণমূল নেতাদের খোলাখুলি তোলাবাজি চলছে। মদের ঠেক ভাঙতে গেলে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিচ্ছে। বালি, পাথর, গরু পাচারের টাকা কোথায় যাচ্ছে – কেন বন্ধ করতে পারছে না। গণতন্ত্র বাঁচাও যাত্রা পালিত হবেই বলে সাফ জানিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্র নেই। বিজেপিকে সভা করার কোন অনুমতিই দেওয়া হচ্ছে না।