.
পূর্ব বর্ধমান জেলার ১৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিজিটাল জেনারেটর বসানো হবে বলে জানা গেছে। প্রথম পর্যায়ে পুরষা, মঙ্গলকোট, মন্তেশ্বর, রামজীবনপুর, বননবগ্রাম, পূর্বস্থলী, কেতুগ্রাম, মাধবডিহি, নোয়াপাড়া ও খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে জেনারেটর বসবে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জেনারেটরগুলি বসাবে বলে জানা গেছে। দপ্তরে জমা পড়া বালি বাবদ আদায় হওয়া রাজস্বের টাকা থেকেই এই জেনারেটরগুলি বসানো হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে। দীর্ঘদিন ধরে লোডশেডিং বা বিদ্যুৎ বিপর্যয়ে জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসার ব্যাঘাত ঘটছিল। সেই সমস্যা সমাধানে এই উদ্যোগ। ইতিমধ্যেই জেনারেটর বসানোর জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিকে জায়গা নির্দিষ্ট করার জন্য জানানো হয়েছে।
Like Us On Facebook