বর্ধমানের দুটি প্রেক্ষাগৃহে ‘ভবিষ্যতের ভূত’-এর ভাগ্য দু’রকম। একদিকে বর্ধমান আর্কেডের মাল্টিপ্লেক্সে শনিবার থেকেই ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে জেলাপরিষদ পরিচালিত সংস্কৃতি মেট্রো প্রেক্ষাগৃহে কিন্তু রবিবারও দেখানো হল ওই ছবি। মাল্টিপ্লেক্সে ছবি না চলায় হতাশ সিনেমা প্রেমীরা। রবিবার অনেকেই মাল্টিপ্লেক্সে এই ছবি দেখার কথা ভেবেছিলেন। তাঁদের টিকিট কাউন্টার থেকে ফিরে আসতে হয়েছে। আবার অনেকে মাল্টিপ্লেক্সে টিকিট না পেয়ে সংস্কৃতি মেট্রোয় ছুটলেন ছবি দেখতে। একই শহরে দুটি হলে ভিন্ন ভিন্ন নিয়ম হওয়ায় ক্ষুব্ধ অনেকে।
দুর্গাপুরের বিভিন্ন সিনেমা হলগুলিতে ভবিষ্যতের ভূত প্রদর্শন বন্ধ। দর্শকরা সিনেমা হলে এসেও ছবিটি দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দুর্গাপুরের জা়ংশন মলের বায়োস্কোপ মাল্টিপ্লেক্সেও বন্ধ ভবিষ্যতের ভূত প্রদর্শন। মাল্টিপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ ভবিষ্যতের ভূত-এর প্রদর্শন।
———–