ধান বিক্রি করতে না পারার অভিযোগে বুদবুদে মানকর রোডের গলসি ১নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার কৃষকরা। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন এলাকার কৃষকদের অভিযোগ, প্রশাসন কথা দিয়েছিল চাষিদের ধান কেনা হবে। কিন্তু বহু চাষির ধান এখনও কেনা হয় নি। সরকার যদি ধান না কেনে তবে তাঁরা ঋণ শোধ করবেন কি ভাবে? অধিকাংশ চাষি ঋণ নিয়ে চাষ করেছে। তাঁদের ধান দ্রুত না নেওয়া হলে আগামীদিনে তাঁরা সমস্যায় পড়বেন বলে অভিযোগ করেন চাষিরা। চাষিদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চ্যাটার্জী জানিয়েছেন, ১০দিনের একটি ক্যাম্প করা হবে এবং ধান কেনা হবে চাষিদের। সমিতির সহ-সভাপতির আশ্বাস পাওয়ার পরই বিক্ষোভ উঠিয়ে নেন চাষিরা।
Like Us On Facebook