অন্ডালের বিডিও ঋত্বিক হাজরার বদলি আটকাতে ধর্নায় বসলেন অন্ডাল বিমান বন্দর-কৃষি, যুব, শ্রমিক স্বার্থ রক্ষা কমিটির সদস্যরা। সোমবার সকাল ১১ টা থেকে অন্ডাল বিডিও অফিসের গেটে ধরনায় বসেন কমিটির সদস্যরা। কমিটির পক্ষে কাঁলাচাঁদ গড়াই জানান, সম্প্রতি অন্ডালের বিডিও ঋত্বিক হাজরার বদলির সরকারি নির্দেশ এসেছে বলে জেনেছি। আমরা চাই ঋত্বিকবাবু আরও কিছুদিন অন্ডাল ব্লকে স্বপদে বহাল থাকুন।

কেন এই দাবি, সে প্রসঙ্গে তাঁরা জানান, অন্ডাল বিমানবন্দর তৈরির সময় যেসব জমিদাতারা জমি দিয়েছিলেন তাঁদের একাংশ এখনও ক্ষতিপূরণ পায়নি। তাছাড়া আরও কিছু দাবিদাওয়া অমীমাংসিত রয়েছে। বিভিন্ন স্তরে বিষয়টি জানিয়েও কোন সুরাহা হয়নি। সম্প্রতি অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা সেই বিষয়ে উদ্যোগী হন। তাঁর সক্রিয়তা ও তত্ত্বাবধানে কাজ অনেকটা এগিয়েছে। এমন অবস্থায় তিনি যদি বদলি হয়ে যান তাহলে সেই প্রক্রিয়া বানচাল অথবা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা জমিদাতাদের। তাই ক্ষতিপূরণের কাজ সমাধান হওয়া পর্যন্ত যাতে ঋত্বিকবাবু অন্ডাল ব্লকে স্বপদে বহাল থাকেন সেই দাবিতে তাঁরা আজ ধরনায় বসেছেন। বদলির নির্দেশ খারিজ না হওয়া পর্যন্ত এই ধরনা কর্মসূচি চলবে বলে জানান তাঁরা। এই প্রসঙ্গে বিডিও ঋত্বিক হাজরা বলেন, আমি সরকারি আধিকারিক। তাই বদলির নির্দেশের ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে এরোসিটির জমিদাতাদের ক্ষতিপূরণের যে কাজ বাকি ছিল, তার সমাধান শেষ পর্যায়ে রয়েছে, আমার পরিবর্তে যিনি এখানে বিডিওর দায়িত্ব নিয়ে আসবেন, আশা করি বাকি কাজটা তাঁর হাত দিয়ে সম্পন্ন হবে। জমিদাতাদের আশঙ্কার কোন কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।

Like Us On Facebook