.
রবিবার ভোরে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল গোটা খনি অঞ্চল সহ শিল্পাঞ্চল। আজ, রবিবার খনি অঞ্চল পান্ডবেস্বর, অন্ডাল এলাকা সকাল থেকেই কুয়াশার চাদরে মুখ ঢাকে। দৃশ্যমানতা ৫ মিটারের নীচে নেমে যায়। প্রাতঃভ্রমণে বের হওয়া মানুষজন কুয়াশার কারণে বেশ অসুবিধায় পড়েন। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় রাস্তায় বিপদ এড়াতে। দু-একটা গাড়ি চলাচল করলেও তাও আবার চলে খুব ধীরগতিতে। এমন কুয়াশা এবছর এই প্রথম বলে শীত ও কুয়াশার মজা নিতে ছাড়ছেন না প্রাতঃভ্রমণকারীরা। খনি অঞ্চলে সকাল থেকেই ঠান্ডায় জবুথবু হয়ে পড়েন মানুষজন। এলাকার মানুষ আশা করছেন, এই কুয়াশার হাত ধরেই ঠান্ডা এল বলে।
Like Us On Facebook