রাজ্যজুড়েই বেড়ে চলেছে ডেঙ্গির প্রাদুর্ভাব। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সচেতন করতে সরকারি বেসরকারিভাবে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। এরই মাঝে মঙ্গলবার ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে এবার স্কুলের ছাত্রছাত্রীদেরই বেছে নিলেন বর্ধমান-১ ব্লকের বিডিও শ্রীদেবদুলাল বিশ্বাস। এদিন সাধনপুর উচ্চবিদ্যালয়ের প্রায় সাতশো ছাত্রছাত্রীকে তিনি হাতে কলমে বোঝালেন ডেঙ্গি নিয়ে নানা খুঁটিনাটি বিষয়। ডেঙ্গি প্রতিরোধ থেকে মোকাবিলা সকল বিষয়ই ছিল আলোচনায়। পাশাপাশি তিনি নিজেই নামেন স্কুল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করতে। লক্ষ্য রাখা হয় কোথাও জল জমছে কিনা সেদিকেও। এপ্রসঙ্গে দেবদুলালবাবু জানান, এখন খুব প্রয়োজন ডেঙ্গি নিয়ে সচেতন থাকার। সেই জন্যই এই উদ্যোগ। আর ছাত্রছাত্রীদের বেছে নেওয়ার কারণ, তাদের মাধ্যমে সমাজের একটা বৃহত্তর অংশে এই বার্তা আমরা পৌঁছে দিতে পারি। যা এই কর্মসূচিকে সফলতা দানে সাহায্য করবে।