ঘাটালের বিদায়ী সাংসদ তথা ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের রোড-শো হল বর্ধমানে। মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে রোড-শো করেন চিত্রতারকা দেব। অভিনেতা দেবের রোড-শো ঘিরে এদিন বর্ধমান শহরে মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।
এদিন বর্ধমানের নবাবহাট মোড় থেকে শুরু হয় দেবের রোড-শো। দেবকে দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে পড়েন। নায়ককে এক পলক চাক্ষুষ করতে জনজোয়ারে ভাসে শহরের রাস্তা। হুডখোলা গাড়িতে চেপে তিনি এদিন রোড-শো করেন। দেবের সঙ্গে ছিলেন প্রার্থী মমতাজ সংঘমিতা, মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ, জেলার সাধারণ সম্পাদক খোকন দাস। বর্ধমান স্টেশনে দেবের রেড শো শেষ হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?