মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে বুধবার জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। গান্ধীজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অরিন্দম নিয়োগী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী সহ অন্যান্যরা। এছাড়াও এদিন সর্বধর্ম প্রার্থনাসভায় বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে শোনান ধর্মগুরুরা। গান্ধীজিকে বিশেষ সম্মান জানিয়ে চরকায় সুতো কাটে ছাত্র-ছাত্রীরা।

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সংস্থা সেলের কর্মীরা এদিন সকাল এগারোটা থেকে দু’মিনিট নীরবতা পালন করলেন। বুধবার দুর্গাপুরে ডিএসপি হাসপাতালের চিকিৎসকরা জাতির জনককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সকাল এগারোটা থেকে দু’মিনিট নীরবতা পালন করেন। ডিএসপি হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডাঃ কেএন ঠাকুর বলেন, ‘মহাত্মাজীর আত্মত্যাগের জন্য আজ আমরা স্বাধীন ভারতে বাস করছি। আমরা তাঁর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দু’মিনিট নীরবতা পালন করলাম। আজ সারা দেশে সেলের অধীনস্থ সমস্ত সংস্থায় মহাত্মাজীর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল এগারোটা থেকে দু’মিনিট নীরবতা পালন করা হচ্ছে।’



দুর্গাপুরে ডিএসপি হাসপাতালে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন

Like Us On Facebook