ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের(আইআরসিটিসি) পরিচালনায় দক্ষিণ ভারত ভ্রমণের জন্য বিশেষ পর্যটন ট্রেন চালুর খবরে বর্ধমান জেলা জুড়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত এই ট্রেনের ৫০শতাংশ সিট বুকিং হয়ে গেছে বলে জানালেন আইআরসিটিসির চিফ সুপারভাইজার নিখিল প্রসাদ। শনিবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে আইআরসিটিসির সহকারি সুপারভাইজার অমিত মিত্র জানিয়েছেন, এই প্রথম দক্ষিণ ভারতগামী এই তীর্থযাত্রী স্পেশাল ট্রেনের স্টপেজ বর্ধমানে দেওয়া হচ্ছে। এজন্য আইআরসিটিসিকে লড়াই করতে হয়েছে রেল বোর্ডের সঙ্গে। অমিতবাবু জানিয়েছেন, রেল বর্ধমানে এই স্টপেজ দিতে রাজী ছিল না। এজন্য তাঁরা লাগাতার লড়াই চালিয়েছেন। যার সুফল মিলেছে।
অমিতবাবু জানিয়েছেন, এই বিশেষ পর্যটন ট্রেন বিহারের মুঙ্গের থেকে ১৬ জানুয়ারি যাত্রা শুরু করছে। মুঙ্গের থেকে যাত্রা শুরু করে রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা ও খড়্গপুর স্টেশনে এই ট্রেন থামবে। ফলে এই অঞ্চলের মানুষজন এই বিশেষ ট্রেনে ভ্রমণের বিশেষ সুবিধা পাবেন। তিনি জানিয়েছেন, এই বিশেষ ট্রেনে তিরুপতি বালাজি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী এবং পুরী ভ্রমণ করানো হবে। ১০দিন ১১রাতের এই বিশেষ প্যাকেজে মাথাপিছু স্ট্যাণ্ডার্ড বিভাগে ১০ হাজার ৩৯৫ টাকা এবং এসি বিভাগে ১৭ হাজার ৩২৫ টাকা টিকিট ধার্য করা হচ্ছে। অমিতবাবু জানিয়েছেন, এতদিন বর্ধমান জেলার ভ্রমণ পিপাসু মানুষকে হাওড়া বা অন্য কোনে স্টেশনে গিয়ে নির্ধারিত ট্রেনে চাপতে হত। কিন্তু এই বিশেষ ট্রেনে বর্ধমান স্টেশন থেকেই চাপতে ও নামতে পারবেন যাত্রীরা।