.
সময় মেনে ট্রেন চালানোর দাবিতে বর্ধমান-কাটোয়া শাখার কর্জনা স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকালে কর্জনা স্টেশনে নিত্যযাত্রীদের একাংশ ট্রেন আটকে প্রতিবাদ জানান। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই ডাউন কাটোয়া লোকালকে প্রায় আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখে আপ কাটোয়া লোকালকে পাশ করিয়ে দেওয়া হয় ফলে সমস্যায় পরেন নিত্যযাত্রীরা। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।
Like Us On Facebook