হাতের কাছে বৃদ্ধার ফেলে যাওয়া টাকা ও গহনা সহ ব্যাগ পেয়ে তা ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন দুই নিত্যযাত্রী। ঘটনা বর্ধমান স্টেশনের। ব্যাগ ফিরে পেয়ে আনন্দে গরিব বৃদ্ধার মুখ উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে।
জানা গেছে, গৌর কেশ আর শেখ আসরফ নামের দুই নিত্যযাত্রী প্রতিদিনের মত শুক্রবার সকালেও মেমারি যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বর্ধমান স্টেশনে। প্ল্যাটফর্মের বেঞ্চে বসে নিজেদের মধ্যে গল্প করতে করতে হঠাৎই তাঁরা দেখেন পাশে পড়ে আছে একটি ব্যাগ। একটু আগেই সেখানে বসে ছিলেন এক বৃদ্ধা। ওই ব্যাগ নিয়ে তাঁরা পুরো স্টেশন খুঁজেও বৃদ্ধার কোন সন্ধান পাননি। এরপর বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করার কোন সূত্র পেতে ব্যাগ হাতড়ে তারা একটি কাগজে একটি ফোন নম্বর পান। সেই সঙ্গে দেখেন ব্যাগে রয়েছে হাজার পাঁচেক টাকা ও কিছু গহনা। এরপর খোঁজ করতে করতে রবিবার যোগাযোগ হয় পূর্ব বর্ধমানের কামনাড়া গ্রামের সন্ধ্যা পরামাণিকের সাথে। এদিন ওই বৃদ্ধাকে তাঁর সমস্ত জিনিস ফিরিয়ে দেন গৌর কেশ ও শেখ আসরফ। হারানো জিনিস ফিরে পেয়ে সন্ধ্যাদেবীর চোখ আনন্দে চিকচিক করে ওঠে। গৌর কেশ ও শেখ আসরফ জানান, হারিয়ে যাওয়া ব্যাগটি ব্যাগের মালকিনকে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুশি