শনিবার বর্ধমান কৃষি খামারের কিষাণ মান্ডিতে আনুষ্ঠানিকভাবে হাট উদ্বোধনের পাশাপাশি অনলাইনে শুল্ক দেওয়ার প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের কৃষিজ বিপণন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত। রাজ্যে তৈরি হওয়া কিষাণ মান্ডিগুলিকে পুরোপুরি চালু করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ মতো রাজ্যে ১৮৬টির মধ্যে ১৩০টি কিষাণ মান্ডি পুরোপুরি চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী তপন দাশগুপ্ত। এদিন কিষাণ মান্ডির নিয়ন্ত্রিত বাজার সমিতির কার্যসমূহ অফলাইন থেকে অনলাইনে রূপান্তরের সূচনা করলেন মন্ত্রী তপন দাশগুপ্ত। কেন্দ্রীয় সরকারি সংস্থা এনইএমএল (ন্যাশনাল ই-মার্কেট লিমিটেড) এই রূপান্তরের কাজ করছে। অনলাইন ব্যবস্থা চালু হলে দেশের বাজার খুলে যাবে স্থানীয় চাষীদের কাছে। পাশাপাশি পণ্য পরিবহণকারীদেরও যথেষ্ট সুবিধা হবে। তাঁরা অনলাইনেই লেভি জমা দিতে পারবেন।

মাসখানেক আগে এই কৃষক বাজারে চালু হওয়া হাটটিকে এদিন আনুষ্ঠানিকভাবে চালু করেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী তপন দাশগুপ্ত। হাটুরেদের দাবি মেনে তিনি রোদবৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হাটে পাকাপোক্ত ছাউনি করে দেওয়ার ঘোষণাও করেন। পাশাপাশি বর্তমানে মঙ্গল ও শনিবার বিকালের দিকে এই হাট বসার পরিবর্তে সপ্তাহে সাতদিনই হাট বসানোর নির্দেশ দিয়ে যান মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা।



Like Us On Facebook