সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হল বর্ধমান মহিলা কলেজে। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জেলা পুলিশের সাইবার সেলের ওসি স্নেহাশিস চৌধুরী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

সোশ্যাল মিডিয়ার ব্যবহার এবং বিভিন্ন মারণ গেম সহ ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা নিয়ে কলেজ পড়ুয়াদের সচেতন করতে বিভিন্ন স্কুল-কলেজে আয়োজন করা হচ্ছে সচেতনতা শিবির। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেলের উদ্যোগে বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজে সোশ্যাল মিডিয়া ও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির হয়। এদিন পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার ক্রাইম সেলের ওসি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় কি করণীয় সে বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। কলেজের ছাত্রীরা এদিনের সেমিনারে নিজেদের সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞের পরামর্শ মন দিয়ে শোনেন।


Like Us On Facebook