তামাক বিরোধী দিবসে বড়সড় সাফল্য পেলো বর্ধমান কাষ্টমস দপ্তর। বুধবার ভোররাতে পাচার করার প্রাক্কালেই প্রায় ২৫ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে শুল্ক দপ্তর গ্রেফতার করল পূর্বস্থলীর পাড়ুই থেকে। যার আর্থিক মূল্য প্রায় ৩ থেকে সাড়ে তিন লক্ষ টাকা। ধৃতের নাম শিবরাম মন্ডল। শুল্ক দপ্তর সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, সে রাজ্যের বিভিন্ন জায়গায় এই গাঁজা পাচার করে বেড়ায়। এই কাজে প্রত্যেক বার পাচার পিছু সে ৫০০ থেকে ৭০০ টাকা পায়। গাঁজার অধিকাংশটাই আসে মণিপুর ও অসম থেকে। পশ্চিমবঙ্গে ঢোকে মরণবালা দাস নামে এক ব্যবসায়ীর মাধ্যমে। এই মরণবালাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গাঁজা পাচারের জন্য আমাদর মতো কিছু লোককে নিযুক্ত করে।
শুল্ক দপ্তর সূত্রে জানা গেছে, এই গাঁজা পাচার চক্রের মূল পাণ্ডা মরণবালা দাসের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মরণবালা দাসই গোটা রাজ্যে গাঁজা পাচারের মূল পাণ্ডা। তার হাত ধরেই কেবলমাত্র গোটা বাংলা জুড়েই যে গাঁজা পাচার হচ্ছে তাই নয়, বাংলার বাইরে অন্যান্য রাজ্যেও তার গাঁজা সাম্রাজ্য বিস্তৃত রয়েছে। এই জাল আরোও কোথায় কোথায় ছড়িয়ে আছে, কারা কারা আরও যুক্ত এই ব্যবসার সাথে সেই সব খতিয়ে দেখতে আজ ধৃতকে রিমান্ডে চেয়ে কোর্টে তোলা হয় শুল্ক দপ্তরের পক্ষ থেকে।