৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ থাকার অভিযোগে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ব্যাঙ্কের গেটে তালা ঝোলালেন। ব্যাঙ্কে এসে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলেন ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকরা। বৃহস্পতিবার বর্ধমানের বাজেপ্রতাপপুরের ইউকো ব্যাঙ্কের শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা সহ স্থানীয় মানুষজন।
ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগ, ব্যাঙ্ক বন্ধ থাকবে এমন কোনও তথ্য আমানতকারীদের আগাম জানানো হয়নি। ফলে ৮ ও ৯ তারিখে অনেকেই ব্যাঙ্কে এসে ফিরে গিয়েছেন। আর্থিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। এই ভোগান্তির প্রতিবাদ জানাতেই ব্যাঙ্কের শাখায় তালা দিয়ে কর্মীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখেন বাসিন্দারা। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যাঙ্কের গেটে বন্ধ করে রাখায় ব্যাঙ্ক কর্মীরা এদিন বায়োমেট্রিক হাজিরা দিতে পারেন নি। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ব্যাঙ্কে কর্মীরা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারেন বলে জানা গেছে। সাড়ে ১০টার পর ব্যাঙ্কের তালা খুলে দেন স্থানীয়রা। তারপর শুরু হয় ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম।