জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ১১ মাসের শিশুর শ্বাসনালীতে আটকে থাকা আতার বীজ বের করলেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা। সোমবার বর্ধমান হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরা ব্রঙ্কোস্কোপি করে শিশুটির শ্বাসনালী থেকে বের করলেন আতার বীজ। বর্তমানে শিশুটির শারিরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরভূমের রামপুরহাটের বাসিন্দা এক দম্পতি কয়কদিন আগে তাঁদের শিশুকন্যকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বর্ধমান হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দেখতে পান শিশুটির গলায় কিছু একটা আটকে রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচার করার। সোমবার বর্ধমান হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ঋতম রায় ও গণেশচন্দ্র গায়েন অস্ত্রোপচার করে শিশুটির গলা থেকে আতার বীজ বের করেন। চিকিৎসকরা জানান, শিশুদের ক্ষেত্রে এই ধরণের অস্ত্রোপচার যথেষ্ট ঝুঁকির। অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি শিশুটির পরিবার সহ হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশুটির শারিরীক অবস্থা স্থিতিশীল। খুব শীঘ্রই শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।