রাজস্থানের হস্তশিল্পীরা তাঁদের হাতে তৈরি রঙিন ঘোড়া, হাতি ও হরিণের পসরা নিয়ে বর্ধমানে। বর্ধমানের পুলিশ লাইন এলাকায় জিটি রোডের ধারে সৌখিন ও দৃষ্টি নন্দন ঘোড়া, হাতি ও হরিণের সম্ভার নিয়ে বসেছেন। ক্রেতাদের আকর্ষন করছে তাঁদের তৈরি এই সমস্ত হস্তশিল্প।
Like Us On Facebook