চোলাই মদের ঠেক ভাঙতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দাঁইহাট ফাঁড়ির ইনচার্জ সহ দুই পুলিশ কর্মী। রবিবার রাতে দাঁইহাটের রাজুয়া গ্রামে অল্প সংখ্যক পুলিশ কর্মী নিয়ে চোলাই মদের ঠেকে হানা দিয়ে চার জনকে পুলিশ ধরে। ওই সময় হঠাৎ বেশ কিছু দুষ্কৃতী পুলিশের উপর আক্রমণ করে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয় এবং বাঁশ ও লাঠি নিয়ে দাঁইহাট ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণসখা বিশ্বাস সহ অন্য দুই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় পুলিশকর্মীরা প্রায় আধ ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলেন। এরপর স্থানীয় মানুষ আহত পুলিশকর্মীদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যান। কাটোয়া হাসপাতালে কৃষ্ণসখাবাবুর মাথায় পাঁচটি স্টিচ এবং সিটি স্ক্যান করা হয়। কাটোয়া হাসপাতাল কৃষ্ণসখাবাবুকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। রাত প্রায় ২টো ৩০ মিনিট নাগাদ বর্ধমান হাসপাতালে পৌঁছলে পুলিশ কর্মীরা তাঁকে নিয়ে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের উপর আক্রমণের ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়। ব্যাপক তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত।