রেল লাইনে ফাটল দেখেই নৈশ প্রহরীকে সঙ্গে নিয়ে লাল কাপড় নাড়িয়ে ট্রেন থামালো একদল খেতমজুর। তাঁদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাতথেকে রক্ষা পায় লোকাল ট্রেন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের হাওড়া-বর্ধমান কর্ড শাখার ঝাপানডাঙ্গা স্টেশান সংলগ্ন ডাউন লাইনে। ট্রেন দাঁড় করিয়ে চলে ফাটল মেরামতি। লাইনের প্রাথমিক মেরামতির কাজ সেরে ট্রেনটি ছাড়া হয়। ঝুঁকি না নিয়ে রেল দপ্তরের কর্মীরা এদিন বেলা থেকে ফের ওই লাইনের পূর্ণাঙ্গ মেরামতির কাজ শুরু করেন। এদিন সন্ধ্যা পর্যন্ত রেলের কর্মীরা ওই লাইনে মেরামতি কাজ চালান। বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, লাইনের মেরামতি কাজ চললেও ট্রেন চলাচলে তেমন কোন সমস্যা হয়নি।
ঝাপনডাঙ্গা এলাকা নিবাসী খেতমজুর লক্ষীনারায়ণ হাঁসদা জানিয়েছেন, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তাঁরা কয়েকজন মাঠে কাজে যাচ্ছিলেন। রেল লাইন পার হয়ে যাওয়ার সময় ডাউন লাইনে তাঁরা ফাটল দেখতে পান। ওই খেতমজুররা আরও জানান লাইনে ফাটল দেখার পরেই তারা রেলের নৈশ প্রহরী বাবলু মুর্মুর কাছে ছুটে যান। ওই সময় ওই লাইন ধরে আসছিল হাওড়াগামি লোকাল ট্রেনটি। বাবলু মুর্মু লাল ঝান্ডা নিয়ে খেতমজুরদের সঙ্গে ওই ফাটল জায়গায় পৌছান। সকলে মিলে লাইনে দাঁড়িয়ে হাতনেড়ে ও লাল পতাকা নেড়ে ট্রেন দাঁড় করান। ট্রেন দাঁড় করিয়েই তারা খবর দেন স্টেশন ম্যানেজারের অফিসে। এর পরেই শুরু হয় মেরামতির কাজ। লক্ষীনারায়ণ হাঁসদা জানান, বিগত কয়েক মাসের মধ্যে ঝাপানডাঙ্গার বাসিন্দারা তিন তিনবার রেল লাইনে ফাটল দেখে রেলের কর্তাদের সজাগ করেন।