শাসক দলের হুমকি বা চমকানির কাছে সিপিএম কর্মীরা আর মাথা নত করবে না। সিপিএম কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। এর জন্য যা করণীয় সিপিএম কর্মীরা তা করবে। ভোটের মুখে দুর্গাপুরের মহকুমাশাসক যদি সন্ত্রাস দমন করতে না পারেন তাহলে পরবর্তী অবস্থার জন্য সিপিএম কোনভাবেই আর দায়ী থাকবে না। দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার এই হুমকি দেন। তিনি বলেন ২৩ ন ওয়ার্ডের সিপিএম প্রার্থীর বাড়ীর সামনে গুলি চলার পর বার বার বোমবাজি হচ্ছে অথচ প্রশাসনে অভিযোগ জানালেও পুলিশ প্রশাসন চুপ। নীরব দর্শকের ভূমিকায়। প্রচারে বাধা এমনকি বুধবারের সিপিএম নেতা মহম্মদ সেলিমের সভায় ডিপিএল-এ মাইক বাঁধতে বাধা দিচ্ছে শাসকদলের কর্মীরা। এই অভিযোগে সিপিএম কর্মীরা দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে ফের ডেপুটেশনে দিতে এসে এই হুমকি দেয় বুধবার। পঙ্কজ বাবু বলেন, ভোটে হারার ভয়ে বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে শাসকদলের নেতারা। মানুষ ভোট দেবে কিনা সেটাও আজ ঠিক করে দিচ্ছে শাসকদলের নেতারা। ‘প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তা হলে এবার সিপিএম কর্মীরা আইন হাতে তুলে নেবে। তখন আমাদের কোন দায় থাকবে না’, বলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। এদিন বামফ্রন্টের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থী ও অনান্য নেতারা মহকুমা কার্যালয়ে ডেপুটেশন দিতে যান।

Like Us On Facebook