শনিবার সিপিএম ও কংগ্রেসের দলীয় কর্মীরা তাঁদের উপর বারবার হামলার প্রতিবাদে যৌথ ভাবে দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ইস্পাত নগরীর এ-জোনে সিপিএমের আশীষ জব্বর পার্টী অফিস থেকে দলীয় কর্মীরা বিশাল মিছিল বের করলে নেতাজী ভবনের সামনে পুলিশের কর্তারা ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। দুই দলের প্রতিনিধিরা থানায় গিয়ে তৃণমূলী হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ পত্র জমা দেন। সিপিএম ও কংগ্রেসের দুর্গাপুরের দুই বিধায়ক সন্তোষ দেবরায় ও বিশ্বনাথ পাড়িয়াল সহ দুর্গাপুরের দুই দলের শীর্ষ নেতারা ক্রমাগত সিপিএম কর্মীদের উপর তৃনমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেন। উভয় দলের নেতারা গত কয়েকদিন ধরে যে ভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সিপিএম কর্মীদের মিছিলে ও পার্টি অফিসে ঢুকে দলীয় কর্মীদের মারধোর ও ভাঙ্গচুর চালিয়েছে এবং পুলিশ নির্বাক দর্শকের ভুমিকা নিয়েছে তাতে দুই দলের নেতারা সোচ্ছার হন এদিন। পাশাপাশি এএসপি, দুর্গাপুর শহর বাঁচানো সহ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে যৌথ লড়াইয়ের সাফল্য এবং তৃণমূল কংগ্রসের ব্যর্থতা গুলি তুলে ধরেন দুই দলের নেতারা। মিছিল ও বিক্ষোভে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই পুলিশ বিশাল বাহিনী নিয়ে গোটা এলাকা ঘিরে রাখে এদিন।
হামলার প্রতিবাদে সিপিএম ও কংগ্রেসের যৌথ বিক্ষোভ দুর্গাপুর থানায়
Like Us On Facebook