ফাইল চিত্র

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ ৪ জনের বিরুদ্ধে এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করে তদন্তের জন্য খণ্ডঘোষ থানার ওসিকে নির্দেশ দিল বর্ধমান সিজেএম আদালত। গত ১৩ জানুয়ারি রাতে খণ্ডঘোষ থানার দুবরাজহাটের যুবক পবিত্র কুমার ঘোষ (২৬) বাড়িতে কীটনাশক খান। বর্ধমান হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে শুক্রবার মৃতের মা কল্পনা ঘোষ সিজেএম আদালতে মামলা করেন। তার ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন সিজেএম রতন কুমার গুপ্তা। অভিযোগকারীর আইনজীবী বলেন, ‘যুবকের মৃত্যুর পর বিভিন্ন মহল থেকে পরিবারকে হুমকি ও প্রলোভন দেখানো হয়, নিরাপত্তার কথা ভেবে পরিবারের লোকজন ভয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। এমনকি মৃতের ছোট ভাইয়ের চাকরির বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।’ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্রর সাথে শম্পা ধাড়ার সম্পর্ক গড়ে উঠেছিল। সম্পর্কের অবনতি হওয়ায় পবিত্রকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তোলেন পরিবারের লোকজন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

Like Us On Facebook