বর্ধমান শহরের কালনাগেটের বিধানপল্লী এলাকায় বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক দম্পতিকে উদ্ধর করে বর্ধমান হাসপাতালে ভর্তি করলে ওই দম্পতির মৃত্যু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত দম্পতির নাম বিশ্বজিৎ কংসবণিক(৩৯) ও বিভা কংসবণিক(২৩)। বিভাদেবীর বাপের বাড়ির অভিযোগ, ঘরে কেরসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার তদন্তে বর্ধমান মহিলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে বিয়ে হয় ওই দম্পতির। তাঁদের একটি সন্তান আছে। বিশ্বজিৎবাবু একটি লটারির দোকানে কাজ করতেন। সোমবার রাতে ওই দম্পতি তাঁদের সন্তানকে নিয়ে শুতে যান। এরপর মধ্যরাতে তাঁদের চিৎকারে বাড়ির লোকজন উঠে অগ্নিদগ্ধ অবস্থায় ওই দম্পতিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার সকালে সেখানে মৃত্যু হয় ওই দম্পতির।

মৃতার বাপের বাড়ির অভিযোগ, দাবি মতো টাকা পয়সা দিতে না পারায় প্রায়দিনই তাঁদের মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত শ্বশুর বাড়ির লোকেরা। সোমবার রাতে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয় পরিকল্পনা করে। এই অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুরবাড়ির লোকজন। তাঁদের দাবি, বিশ্বজিৎ ও বিভার মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। সোমবার তাঁরা গায়ে কেরিসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। মধ্যরাতে তাঁদের চিৎকারে পরিবারের অন্যান্যরা উঠে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মৃতার মামার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Like Us On Facebook