পূর্ব বর্ধমানে খণ্ডঘোষের বাদুলিয়ার পর ফের এক করোনা আক্রান্তের হদিস মিলল বর্ধমান শহরে। জানা গেছে, বর্ধমান শহরের করোনা আক্রান্ত পেশায় নার্স। তিনি বর্ধমানের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাঁকে দুর্গাপুরের সনাকা হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের চার জনকে ক্যামরি হাসপাতালে কোয়রান্টিন করা হয়েছে। সোমবার রাত থেকে সুভাষ পল্লী এলাকা সিল করে দিয়েছে পুলিশ। এলাকায় ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ।

এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এলাকা পরিদর্শনে গিয়ে মানুষজনকে সচেতন করেন এবং বাড়িতে থাকার পরামর্শ দেন। এলাকার মানুষজনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনে পুলিশকে খবর দিলে পুলিশের পক্ষ থেকে সরবরাহ করা হবে বলে জানিয়েছন পুলিশ সুপার।

উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের একই পরিবারের কাকা ও ভাইঝির করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁদের দু’জনকেই ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের সনাকা কোভিড হাসপাতালে। ৩০ এপ্রিল সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁদেরকে ছুটি দেওয়া হয়।

Like Us On Facebook