করোনা সতর্কতায় যাত্রীদের অনুরোধে এক যুবককে ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে পাঠাল আরপিএফ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল স্টেশনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যাত্রীদের অনুরোধে রেলের আধিকারিকরা ওই যুবককে চিকিৎসার জন্য আসানসোল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
জানা গেছে, বছর ২৩-এর এক যুবক আপ চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেসে চেন্নাই থেকে নিজের বাড়ি সিউড়ি ফিরছিলেন। ট্রেনে তিনি অসুস্থ বোধ করায় সহযাত্রীরা তাঁকে ট্রেন থেকে নেমে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। খবর পেয়ে অন্ডালের আরপিএফ, জিআরপি এবং স্টেশন মাস্টার পোঁছে তাঁকে ট্রেন থেকে নামিয়ে রেলের এক চিকিৎসককে দিয়ে চিকিৎসা করান এবং চিকিৎসকের পরামর্শ মত তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে আপ চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস অন্ডাল স্টেশনে প্রায় এক ঘন্টা আটকে থাকে। ওই যুবক জানিয়েছেন, তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। সেখানে দিন দুয়েক আগে তাঁর জ্বর আসায় সহকর্মীরা তাঁকে বাড়ি চলে যেতে বলেন। সেই কারণেই তিনি বাড়ি ফিরছিলেন।