সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতর তারস্বরে গান ও ডিজে বাজিয়ে বিশ্বকর্মা পুজো করাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ছড়ালো বর্ধমানে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী। তিনি জানিয়েছেন, এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে বর্ধমান শহরের উপকণ্ঠে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাম্পাসের ভিতরেই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তীব্র আওয়াজে ডিজে বাজানো হয়। তাতেই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সমস্যা তৈরি হয় বলে অভিযোগ। এ ব্যাপারে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শকুন্তলা সরকার জানিয়েছেন, তিনি ঘটনার কথা শুনেছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন। রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এব্যাপারে তৃণমূল রাজ্য সমন্বয় কমিটির সদস্য দেবু টুডু জানিয়েছেন, এই ধরণের ঘটনা কখনই সমর্থনযোগ্য নয়। যেই করে থাক, অন্যায় করেছেন। এব্যাপারে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।

Like Us On Facebook