বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে ছেলেকে ভর্তি করার ফর্ম তুলতে গিয়ে দুটি কন্টেনারের রেষারেষিতে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর জখম অন্য ব্যক্তি ভর্তি হাসপাতালে। মৃত যুবকের নাম সেখ আইনুল হক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উল্লাস মোড়ের কাছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতা তথা পূর্ব বর্ধমানের শ্যামসন্দুর কলেজের কর্মী সেখ আইনুল হক তাঁর এক সহকর্মী সেখ সাবিরকে নিয়ে বাইকে চড়ে বর্ধমানে একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলে ছেলেকে ভর্তি করার ফর্ম তুলতে যাচ্ছিলেন। ২ নম্বর জাতীয় সড়কের উল্লাস মোড়ের কাছে বামচাঁদাইপুরে কলকাতা থেকে আসানসোলের দিকে যাওয়া দুটি কন্টেনারের রেষারেষির মাঝে পড়ে গুরুতর আহত হন দুই বাইক আরোহী। তাঁদের উদ্ধার করে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা সেখ আইনুল হককে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক একটি কন্টেনার পালিয়ে গেলেও অন্য কন্টেনারটি ডিভাইডারে উঠে গিয়ে আটকে পড়ে। পুলিশ ওই ঘাতক কন্টেনারের চালককে আটক করেছে। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে তৃণমূল নেতার মৃত্যুর খবর পেয়ে অনাময় হাসপাতালে ছুটে যান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া ও সহ-সভাধিপতি দেবু টুডু সহ তৃণমূলের নেতা-কর্মীরা।