পথ নিরাপত্তা বিষয়ে পথ চলতি মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসাবে এক বিশেষ উদ্যোগ নিল বর্ধমানের একটি সংস্থা। সোমবার ওই সংস্থার সদস্যরা বর্ধমান শহরের তিনটি জায়গায় ট্রাফিক আইন লঙ্ঘন করে এবং বিনা হেলমেটে বাইক চালানোর জীবন্ত পরিণাম দৃশ্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।
এদিন ‘বর্ধমানের হৃদয় থেকে’ নামে একটি সংস্থার উদ্যোগে এবং পুলিশ প্রশাসন ও তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় পথ চলতি মানুষকে ট্রাফিক আইন মেনে চলাচল করার বিষয়ে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হল। বর্ধমান শহরের স্টেশন, কার্জন গেট ও পারবীরহাটা এলাকায় ওই সংস্থার সদস্যরা ট্রাফিক আইন মেনে চলাচল করা এবং আইন না মানর পরিণতি অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন পথ চলতি মানুষের সামনে। সংস্থার এই অভিনব উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।
Like Us On Facebook