বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হলেন এআইসিসির সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান তথা এআইসিসির রিসার্চ কমিটির সেক্রেটারি রণজিৎ মুখার্জি। রণজিৎবাবু কলকাতার বাসিন্দা। প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জির পুত্র রণজিৎ মুখার্জি সেন্ট জেভিয়ার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র।

প্রদেশ কংগ্রেস কার্যালয় সূত্রে জানা গেছে, রণজিতবাবু কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী পদে নাম ঘোষণার পর টেলিফোনে একান্ত সাক্ষাৎকারে রণজিৎবাবু বর্ধমান ডট কমকে বলেন, ‘আমি দিল্লি থেকে ফিরে খুব শীঘ্রই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রচার শুরু করে দেব। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে একদিকে কৃষির সমস্যা, অন্যদিকে বন্ধ কলকারখানা এই দুই জ্বলন্ত ইস্যু প্রচারে তুলে ধরব। রাজ্যে চাকরি নেই, তাই যুবক-যুবতীরা রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে এই সবই প্রচারে তুলে ধরা হবে।’ তিনি যেহেতু জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন কর্মকর্তা তাই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এবার সোশ্যাল মিডিয়া সহ প্রচারের অভিনবত্ব যে থাকবে সেই দাবিও করেন রণজিৎবাবু। গত পাঁচ বছরে কেন্দ্র সরকার এবং গত আট বছরে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ও অনুন্নয়নের হিসাব তিনি প্রচারের ইস্যু করবেন বলে জানান রণজিৎ মুখার্জী।

বর্ধমান পূর্ব লোকসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সিদ্ধার্থ মজুমদারও কলকাতার বাসিন্দা। এমবিএ করার পর তিনি ব্যাঙ্ক ও ফিনান্স সেক্টরে কাজ করেছেন। ২০১১ সালে দলে যোগ দিয়ে অন্যান্য রাজ্যে ভোটে দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। ইতিপূর্বে বর্ধমানেও তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন।

Like Us On Facebook